প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 1, 2025 ইং
বিশ্ব এইডস দিবস পালিত

খানপুর মানবকল্যাণ পরিষদ, ও অক্ষয় নারীর সংস্থার পক্ষ থেকে,
বিশ্ব এইডস দিবস পালিত।
মোঃ নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধ,
পহেলা ডিসেম্বর, রোজ সোমবার, সকাল ১০ ঘটিকার সময়,
নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের, বিভিন্ন সংগঠনের ব্যানারে,
বিশ্ব এইডস দিবস উপলক্ষে আলোচনা ও রেল ি আয়োজন করা হয়,
উক্ত আলোচনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আ,ফ,ম, মশিউর রহমান, সিভিল সার্জন নারায়ণগঞ্জ,
আয়োজনে, অক্ষয় নারীর সংস্থা, ও খানপুর মানব কল্যাণ পরিষদ,
অক্ষয় নারী সংস্থার সবার নেত্রী, কাজল আক্তার, ও খানপুর মানব কল্যাণ পরিষদের সভানেত্রী, পারভিন আক্তার, সহ বিভিন্ন নেতৃবৃন্দ রেলিতে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি, ডাক্তার মশিউর রহমান, সিভিল সার্জন নারায়ণগঞ্জ, উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কে আন্তরিক ধন্যবাদ জানান, এবং বিশ্ব এইডস দিবস প্রতি বারের ন্যায় এবারও যথাযথভাে পালন করেন,
বিশেষ করে অক্ষয় নারী ও খানপুর মানবকল্যাণ পরিষদকে, উক্ত অনুষ্ঠানে আয়োজন করা আন্তরিক অভিনন্দন জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24